বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জলঢাকায় জরায়ুমুখ ক্যান্সার’ প্রতিরোধে  এডভোকেসি সভা অনুষ্ঠিত 

জলঢাকায় জরায়ুমুখ ক্যান্সার’ প্রতিরোধে  এডভোকেসি সভা অনুষ্ঠিত 
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় ‘জরায়ুমুখ ক্যান্সার’ প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন নিশ্চিত করার লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিয়ে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর। এ সময় তিনি জানান, পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভির (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা দেওয়া হয়। এই টিকা নিতে যারা ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করেছে তারাই টিকা পেয়েছেন।আমাদের লক্ষ্য মাত্রা ছিল ২১ হাজার কিশোরী কিন্তু ১৩ হাজার নিবন্ধনধারী কিশোরীদের টিকা দিতে সক্ষম হয়েছি। লক্ষ্য মাত্রা পুরোন করতে এখনো ৩৪% কিশোরী বাকি আছে। তাই আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। এলাকা ভিত্তিক টিকাদান কেন্দ্রে ৫ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা নিবন্ধনের কার্ড দেখিয়ে টিকা নিতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল, শিক্ষক মর্তুজা ইসলাম,জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার হেফাজুল ইসলাম প্রমুখ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন