শ্রীমঙ্গলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা প্রশাসনের উদ্যোগে ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (২ডিসেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম। সভায় ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি সকল ধরণের অপপ্রচার ও গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, কিছু লোকের ইন্দনে শান্তির শহরকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী ফেসবুকে উস্কানী দিচ্ছে। এব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া চুরি-ডাকাতি রোধ করতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠকের পাশাপাশি পুলিশি টহল জোরদারের দাবি জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল), মো. আনিসুর রহমান। এছাড়াও সভায় আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য ও শ্রীমঙ্গল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল আশরাফুল ইসলাম কামরুল, যুবদল সভাপতি মহিউদ্দিন ঝাড়ু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সাধারন সম্পাদক সুদিপ দাশ রিংকু, সিনিয়র সদস্য অজয় কুমার দেব, হেফাজত নেতা মাওলানা আব্দুর রহিম নোমানী, জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, দৈনিক কালের কণ্ঠ জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব প্রমুখ।