বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ১৬

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ১৬

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস ও ট্রাকের চালকসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৬ জন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ-ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাসের চালকের নামে আব্দুল করিম। তার বাড়ি পঞ্চগড়ে। অন্যদিকে ট্রাকের চালকের নাম আনোয়ার। তার বাড়ি নওগায়। নিহত বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনারা সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের উদ্ধারকাজ চলছে।

নিহতদের নামপরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান ওসি ওমর ফারুক।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন