বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

লাউয়াছড়ায় ক্লিপ ভেঙে ৫টি বগি বিছিন্ন, আধা ঘন্টা আটকে ছিল আন্তঃনগর পাহাড়িকা

লাউয়াছড়ায় ক্লিপ ভেঙে ৫টি বগি বিছিন্ন, আধা ঘন্টা আটকে ছিল আন্তঃনগর পাহাড়িকা

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের লাউয়াছড়া এলাকায় চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্্রপ্রেসের ক্লিপ ভেঙে গিয়ে ৫টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনার আধা ঘন্টা পর বগি সংযোগ করে ছাড়ে ট্রেনটি।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যাণ এলাকায় এ ঘটনা ঘটে। তবে আধা ঘণ্টা বিলম্ব হওয়ার পর শ্রীমঙ্গল থেকে চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙে যায়। এতে বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০ গজ দূরে চলে যায়। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ৫টি বগি। বিষয়টি ট্রেনের গার্ড চালককে সঙ্গে সঙ্গে জানানোর পর তিনি ট্রেন ব্রেক করে নিয়ে আসেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন