বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে কৃষকদলের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শ্রীমঙ্গলে কৃষকদলের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকদলের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলা কৃষকদলের আয়োজনে পৌর এলাকার শ্যামলী (আউট সিগন্যাল) এলাকায় কম্বল বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু। এসময় প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু বলেন, এই শীতে কোন মানুষ যেনো শীতে কষ্ট ভোগ করতে না হয় তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে দেশব্যাপী শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে হতদরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে শ্রীমঙ্গল পৌরসভা এলাকার ৯ টি ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন এলাকার সকল শীতবস্ত্র বিতরণ করা হবে।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক সৈয়দ মুস্তাকিন আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. তাজু মিয়া প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন