পার্বতীপুরে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও তারুণ্য মেলা শুরু
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ ২০২৫ ও দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ এবং তারুণ্য মেলা ২০২৫ উদ্দোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এসব উদ্ধোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুস ছালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দ: শাকিনা বিনতে শরিফ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিছুর রহমান প্রমুখ। অনুষ্টানে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, স্কুল প্রধান, মাদ্রাসা সুপার ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগন উপস্থিত ছিলেন। মেলায় ২২টি স্টল স্থান পায়। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মেলা প্রাণবন্তর হয়ে ওঠে। আজ বুধবার (১৫ জানুয়ারী) সমাপনীর মধ্য দিয়ে মেলা শেষ হবে।