সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মাহেরমাদান উপলক্ষে ছওয়াবের উদ্দোগে ৪৮ কেজি ওজনের ৫০০ ফুড প্যাক বিতরণ 

মাহেরমাদান উপলক্ষে ছওয়াবের উদ্দোগে ৪৮ কেজি ওজনের ৫০০ ফুড প্যাক বিতরণ 
লালমনিরহাট প্রতিনিধিঃ   লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার সুবিধাভোগী ৫০০ পরিবারের মাঝে পাটগ্রাম সরকারী হাজী আব্দুল গণি কলেজ মাঠে ৪৮ কেজি ওজনের ফুড প্যাক বিতরণ করা হয়েছে ।
ছওয়াবের জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদারের সভাপতিত্বে পাটগ্রাম হাতীবান্ধার উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ  আনোয়ারুল ইসলাম রাজু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাত্র কলেজের  অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান,  ছওয়াবের আইটি ও মিডিয়া ম্যানেজার  খোরশেদ আলম,  প্রোগ্রাম বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার আবু সাঈদ মোল্লা,  প্রোগ্রাম অফিসার আফতাবুজ্জামান,  জোবায়ের সহ অত্র এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
২৫ কেজি চাল, ৫ কেজি তৈল অন্যান্য মুদি মালামাল পেয়ে অত্র এলাকার সুবিধাবঞ্চিত মানুষেরা অনেকেই খুশি।
ইতিপূর্বে তারা কখনো এক মাঠে ৫০০ লোকের একসাথে ৪৮ কেজি ওজনের প্রোগ্রাম দেখেননি।
ওই রামাদানে ছওয়াব ১ লক্ষ অসহায় ও দারিদ্র মানুষকে রামাদান উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে বলে ছওয়াব এর এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার  এতথ্য জানানো হয়েছে।   অপরদিকে নীলফামারীর
জলঢাকা  উপজেলায় ছওয়াবের সহায়তায় ১৩ টি পরিবারের মাঝে নলকূপ বিতরণ করা হয়েছে।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক মোঃ রেজাউল করিম (সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জলঢাকা উপজেলা)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী ও সভাপতি আইবিডব্লিউ জলঢাকা উপজেলা৷
আমন্ত্রিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  মোঃ তাজমুল হাসান সাগর( সভাপতি ছাত্র উন্নয়ন ফোরাম নীলফামারী জেলা শাখা৷
প্রোগ্রামে প্রধান অতিথি, ছওয়াব এর ওই মহৎ উদ্দোগ কে সাগ্বত জানান এবং  এলাকার সুবিধাবঞ্চিত  মানুষের জন্য ওই রমজান মাস ইবাদত করার সুবর্নসুযোগ বলে উল্লেখ করেন৷
তিনি আরো বলেন বিশেষ করে ওই রমজান মাসে  মুসলিম সমাজের ইবাদতের একটি মওসুম ওই নলকূপ  রমজান মাসে মুসল্লিদের জন্য অনেক বড় কাজে আসবে বলে তিনি উল্লেখ্য করেন৷
রমজান মাসে রোজা রেখে নামাজ শেষে ডোনারদের জন্য খাস করে দোয়া করতে বলেন,
 তিনি ওই খেটে খাওয়া মুসল্লিদের পাশে দাড়ানোর জন্য অসংখ্য  ধন্যবাদ জানান৷
  তবে তিনি আরো বলেন ওই এলাকার অধিকাংশ লোক খেটে খাওয়া ও দিনমজুর এদের ভাগ্য উন্নয়নের জন্য ছওয়াব ফাউন্ডেশন এর  কাজ আরও সম্প্রসারণ করার  জন্য অনুরোধ করেন।
 প্রোগ্রামে সভাপতিত্ব করেন  মোঃ ওসমান গনি প্রজেক্ট অফিসার ছওয়াব ফাউন্ডেশন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন