পার্বতীপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন বিষয়ক সেমিনার
সোহেল সানী : সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ ও করনীয় শীর্ষক সেমিনার আজ মঙ্গলবার সকাল ১১টায় পার্বতীপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করেন উপজেলা সমাজ সেবা দপ্তর। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল ও সমাজ সেবা কর্মকর্তা তাপস বায়ের উপস্থিতিতে সেমিনারে অংশ নেন পার্বতীপুর পৌর মেয়র মো: আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রুকশোনা বারি রুকু, আমিরুল মোমেনিন মোমিন, হাবড়া ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোক্তারুল আলম, ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন ও গ্রাম বিকাশ এনজিওর প্রতিনিধি নূরে আলম সিদ্দিক। পার্বতীপুর প্রেস কাবের সভাপতি শ আ ম হায়দার , আতাউর রহমান (ভোরের দর্পন), সোহেল সানী (দেশ রূপান্তর) মঞ্জুরুল আলম (দৈনিক করতোয়া), মোস্তাফিজুর রহমান বকুল (ভোরের কাগজ), মোস্তাকিম সরকার (মুক্তিনিউজ ২৪কম), এমএ জলিল সরকার (ইনকিলাব), মাহমুদুর রহমান (সমকাল) ও আব্দুল্যা আল মামুন প্রমূখ। এই উপজেলায় বিভিন্ন পর্যায়ের মোট ৩৪ হাজার ১২ ভাতাভোগী রয়েছেন। মোবাইল ফোনে স্বস্ব সীমের মাধ্যমে ভাতাভোগীরা সরাসরি নিজ ভাতা উত্তোলন করে আসছেন। তবে বেশীর ভাগ ভাতাভেগীরা অশিক্ষিত ও অসচেতন, ফলে অধিকাংশই প্রতারনার ফাঁদে পড়ছে। পাঁচ ওয়ার্ড সংগ্রহ করে সীম হ্যাক করে হ্যাকাররা ভাতা তুলে নিচ্ছে। এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যায়, সে বিষয়ে সেমিনারে অংশগ্রহনকারীরা স্ব স্ব অবস্থান থেকে মতামত ব্যক্ত করেন।