বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঘোড়াঘাটে হাঁস-মুরগী খামারিদের দিনব্যাপী প্রশিক্ষণ

ঘোড়াঘাটে হাঁস-মুরগী খামারিদের দিনব্যাপী প্রশিক্ষণ
মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে খামারীদের নিয়ে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রাণীসম্পদ অফিসে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প,প্রাণীসম্পদ অধিদপ্তর,মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় পিজি ও নন পিজি সদস্যদের অংশগ্রহণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই কর্মশালা বাস্তবায়ন করে।
কর্মশালায় ইউনিয়নের ছোট-বড় ৪০ জন হাঁস-মুরগী খামারিকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার দে, ডাঃ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ডাঃ আরিফা পারভীন বন্যা,উপজেলা ভেটেনারি সার্জন।
মূলত গ্রাম্য পর্যায়ে হাঁস-মুরগী লালন-পালনকারী প্রান্তিক পর্যায়ের খামারিদের আরো বেশি বেশি করে  লালন-পালনে উদ্বুদ্ধ করতে,যে কোন ধরনের রোগ হলে তাৎক্ষণিক ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করাসহ বিভিন্ন ছোটখাটো বিষয়ে আরো বেশি সচেতন করতেই মূলত প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা।পরে
প্রশিক্ষণ শেষে খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন