শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সহকর্মীকে অপ্রীতিকর স্পর্শ বিশ্বকাপজয়ী স্পেন কোচের

সহকর্মীকে অপ্রীতিকর স্পর্শ বিশ্বকাপজয়ী স্পেন কোচের

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  ফুটবল ইতিহাসে প্রথমবার নারীদের বিশ্বকাপ জিতেছে স্পেন। তবে বিশ্বকাপ জয়ের এক সপ্তাহ না যেতেই একের পর এক বিতর্কে নাজেহাল অবস্থা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ)। ফাইনালে গোল উদযাপনের সময় মহিলা সহকর্মীকে অপ্রীতিকরভাবে স্পর্শ করে বিতর্কে জড়িয়েছেন নারী ফুটবল দলের প্রধান কোচ হোর্হে ভিলদা। রোববার (২০ আগস্ট) ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে স্পেনের মেয়েরা। ফাইনাল ম্যাচে স্পেন কোচ কর্তৃক নারী সহকর্মীকে অপ্রীতিকরভাবে স্পর্শ করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত স্পেন ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচের একটি ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ফাইনাল খেলা চলাকালীন স্পেনের অধিনায়ক ওলগা কারমোনা ২৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন। গোলের পর কোচ ভিলদাকে তার স্টাফদের সঙ্গে উদযাপন করেন। সেসময়ে একজন মহিলা স্টাফকেও আলিঙ্গন করে উদযাপন করতে দেখা যায়। হোর্হে ভিলদা যখন তাকে স্পর্শ করে, প্রথমে নিজের বাম হাতটি সহকর্মীর কাঁধে রাখে। তারপর, ভিলদা গ্রুপের সবার আলিঙ্গন থেকে মাথা সরিয়ে নেওয়ার সময় তার বাম হাতটি নারী সহকর্মীর বুকে রাখেন। কিছুক্ষণ হাতটি রাখে তারপর নামিয়ে নেন ভিলদা।

২০১৫ সালে স্পেন নারী দলের কোচ হিসেবে নিয়োগ পান হোর্হে ভিলদা। তবে নিয়োগের পর থেকেই ব্যাপকভাবে বিতর্কে জড়িয়ে পড়েন লা রোজা কোচ। ভিডিও ছড়িয়ে পড়ায় স্পেনের খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফ এবং ফেডারেশনের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। ২০২২ সালের সেপ্টেম্বরে স্পেন মহিলা দলের ১৫ জন সদস্য স্পেন ফুটবল ফেডারেশনকে ইমেইল করেছিল। ব্যক্তিগত চিঠিতে তারা আর জাতীয় দলের হয়ে খেলবেন না বলে জানিয়েছিল। কারণ হিসেবে তারা উল্লেখ করেছিল কোচিং স্টাফ পরিবর্তন করা। সেসময় আরএফইএফ কোচ ভিলদাকে সমর্থন জানিয়েছিল। ফেডারেশনকে চিঠি পাঠানো ১৫ জন খেলোয়াড়ের মধ্যে তিনজন ছাড়া বাকি ১২ জন তারকা ফুটবলার বিশ্বকাপ থেকে বাদ পড়েন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন