বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

প্রধানমন্ত্রীর উদ্দেশ্য জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা: হুইপ গিনি

প্রধানমন্ত্রীর উদ্দেশ্য জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা: হুইপ গিনি
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃজাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে প্রত্যেকটি শিশুর শিক্ষা নিশ্চিত হয়েছে। একটা সময় দেশে অভাব ছিল তখন অনেকেই শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল। কিন্ত সেই দিন আর নেই। এখন প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা।
বুধবার গাইবান্ধা শহরে কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দিয়ে থাকেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে হুইপ বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই আগামীতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এ স্কুলসহ দেশের নাম উজ্জল করার আহবান জানান।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ, সদর উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফজলে করীম নান্টু।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন