পলাশবাড়ী উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা পেলেন নতুন পোশাক
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় কর্মরত ৭৫ জন গ্রাম পুলিশ সদস্যের (দফাদার ও মহল্লাদার) মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। ৪ অক্টোবর বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত করা হয়। এসময় গ্রাম পুলিশ সদস্যদের প্রত্যেককে খাকি রঙয়ের ২টি ফুলপ্যান্ট, ১টি নীল রঙের ফুলহাতা শার্ট ও ১টি হাফহাতা শার্ট, ১ জোড়া জুতা, ১ জোড়া মোজা এবং উন্নতমানের ১টি করে বেল্ট দেওয়া হয়। এসময় পলাশবাড়ী উপজেলার পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ বলেন, দেশের একেবারে তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। দফাদার ও মহল্লাদারদের তৎপরতার মাধ্যমে গ্রামাঞ্চলে অপরাধ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান রিহান, হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফিকুল আমিন মন্ডল টিটু।