মঙ্গলবার, ২৫শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় রিকশা চালকের মৃত্যু

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় রিকশা চালকের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে সড়ক দুর্ঘটনায় মোঃ বাচ্চু (৫৩) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চালক বাচ্চু নওগাঁর সদর উপজেলার খাট্টা সাহাপুর এলাকার মৃত ইসমাইল মন্ডলের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হোসেন জানান, গত রবিবার বিকেলে উপজেলার সান্তাহার রেলগেট থেকে মালশন মোড়ের দিকে রিকশা চালিয়ে যাচ্ছিল মোঃ বাচ্চু। পথেমধ্যে পৌর শহরের সাহেবপাড়া রেলওয়ে রেষ্ট হাউজের সামনে রাণীনগর-সান্তাহার সড়কে পৌঁছালে পিছন থেকে এক মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতেকরে রিকশাটি পাশে থাকা বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয় রিকশা চালক বাচ্চু। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে তিনি মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার পর

মোটরসাইকেল রেখে সেখান থেকে চালক পালিয়ে যায়। মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন