উলিপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা দিবস পালিত হয়েছে
উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনি ধি:
কুড়িগ্রামের উলিপুর বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ।
এ সময় পরিসংখ্যানবিদ শহিদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মেহেরুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডাক্তার ফরহাদ হোসেন, প্রধান সহকারী রিয়াজুল আলম, এমটি (ইপিআই) মুরাদ হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর জয়নুল আবেদীন,নার্সিং সুপারভাইজার পারুল খাতুন প্রমুখ।
এর আগে র্যালীটি উলিপুর হাসপাতাল থেকে বের হয়ে রেললাইন পর্যন্ত প্রদক্ষিণ করে।