শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে বয়স জালিয়াতি করে আয়া পদে নিয়োগ পাওয়া সেই সেলিনা আক্তার ইস্তফা দিয়েছন

রাজারহাটে বয়স জালিয়াতি করে আয়া পদে নিয়োগ পাওয়া সেই সেলিনা আক্তার ইস্তফা দিয়েছন
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে বয়স জালিয়াতি করে আয়া পদে নিয়োগ পাওয়া সেলিনা আক্তার চাকুরী হতে ইস্তফা দিয়েছেন।গত ১লা ফেব্রুয়ারি দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় বয়স জালিয়াতি করে আয়া পদে নিয়োগ এর খবর প্রকাশিত হয় এবং গত ৯ই সেপ্টেম্বর দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় ভয়ভীতি দেখিয়ে অভিযোগ তুলে নেওয়ার অভিযোগ শিরোনামে পরপর দুটি সংবাদ প্রকাশিত হওয়ার পরে ১লা আগস্ট ২০২৪ ইং তারিখে অভিযুক্ত সেলিনা আক্তার সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর শারীরিক অসুবিধা দেখিয়ে চাকুরী হতে ইস্তফার আবেদন করেন। ওই দিনেই প্রধান শিক্ষক আসাদুজ্জামান তার ইস্তফা পত্র গ্রহণ করেন। পরে ১৫ই আগস্ট ২০২৪ইং তারিখে স্কুলের বিশেষ সভায় এডহক কমিটির সভাপতি আব্দুল লতিফ সরকার সহ অন্যান্য সদস্যরা রেজুলেশন করে সেলিনা আক্তারের ইনডেক্স নম্বর ৫৬৮২৭৫৬৫ ও এমপি সীট হতে তার নাম কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
এবিষয়ে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বলেন, ১লা আগস্ট মাসে তিনি ইস্তফা দেন। তার ইনডেক্স নম্বর বাতিলের প্রক্রিয়া প্রক্রিয়াধীন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন