বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির জেলা কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির জেলা কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত
 রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কুড়িগ্রাম জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সকল নেতাদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৭ডিসেম্বর রাতে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়নের সরিষাবাড়ি বিএনপির পার্টি অফিস থেকে শুরু করে বাজার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও বিভিন্ন পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দ গণ।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন,সাবেক ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বকশি ও সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ন সম্পাদক আলতাব হোসেন,সাবেক ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আব্দুল মজিদ ও ছাত্রদলের নেতা ইউসুফ,বর্তমান ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা রিয়াজুল ইসলাম প্রমুখ।  এসময়  উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটিতে দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল হয়েছে। তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিতে রুপান্তরিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।
উল্লেখ্য সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ইং, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোস্তাফিজুর রহমান মোস্তফা আহবায়ক,সোহেল হোসাইন কায়কোবাদকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া শফিকুল ইসলাম বেবুকে ১নং যুগ্ম আহবায়ক, হাসিবুর রহমান হাসিবকে ২নং যুগ্ম আহবায়ক এবং তাসভীর উল ইসলামকে সদস্য করা হয়।
এর আগে রোববার ৬ অক্টোবর ২০২৪ইং, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন