সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন 

রাজারহাটে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন 
 রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে গত শুক্রবার ২১ফেব্রুয়ারি বিকালে উপজেলার ফাজিল ডিগ্রী মাদ্রাসা চত্বরে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সপ্তাহব্যাপী বইমেলার ফিতা কেটে উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।
আসুন আমরা সবাই মিলে সুস্থ সংস্কৃতি বিকশিত করি, বই পড়ি, নিজেকে আলোকিত করি, এই স্লোগানকে ধারণ করে রাজারহাটে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ  তছলিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন, ওই প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হক্কানী, অধ্যক্ষ মুহাঃ আব্দুল হাই, সুরধ্বনী শিল্প গোষ্ঠীর ও রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, ইউপি সদস্য সহিদুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজান মাহিন প্রমুখ। সুরধ্বনী শিল্প গোষ্ঠী রাজারহাট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ মেলার আয়োজন করেন। মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় ১৫টি স্টল রয়েছে। এবারেই প্রথম এ বইমেলায় কিছুটা নতুনত্ব নিয়ে আসা হয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন