শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আদমদীঘিতে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া ও বিকেল সাড়ে ৪ টায় একটি র‍্যালী বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এ উপলক্ষে সান্তাহার স্বাধীনতা মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য কছিম উদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড আব্দুল মতিন, সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু রেজা খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিশরুল হামিদ ফুতু, জাহিদ আহসান পিয়াল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক এসএম জাহিদুর বারী, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ হোসেন চন্দন, সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল, ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন, আরফিন খান তনু, সাকিব, শুভ। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকন, আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান সোহেল, সহ-দপ্তর সম্পাদক জামাদুল ইসলাম প্রমূখ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন