সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে ঘরের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

আদমদীঘিতে ঘরের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

এএফএম মমতাজুর রমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক ব্যবসায়ীর ঘরের তালা ভেঙে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় সাবেক ব্যাংক কর্মচারী আব্দুল জোয়াদ ও তার স্ত্রী সাবেক ইউপি সদস্য নূরজাহান দিপ্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার (২২জুন) সন্ধ্যায় উপজেলার নিমাইদীঘি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আজিম উদ্দীন তাদের বিরুদ্ধে অভিযোগটি করেন।
লিখিত অভিযোগে জানাযায়, আজিম উদ্দীনের সাথে আব্দুল জোয়াদের সু-সম্পর্ক থাকাকালে আর্থিক লেনদেনের কারনে জোয়াদ তার সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনী এলাকার ৪র্থ তলা বিল্ডিং এর দ্বিতীয় তলা ও নিচ তলার সামনের ফ্যাট এবং ৪র্থ তলার ১টি রুম তাকে দখলে দেন। গত ২০১৭ সাল থেকে আজিম উদ্দীন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে ওই বাসায় বসবাস করে আসছিলেন। কিন্তু হঠাৎ গত ১৮জুন আজিম ওই বাসায় তালা দিয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যান এবং সেখানে কয়েকদিন থাকার পর গত ২১ জুন ফিরে এসে দেখেন আব্দুল জোয়াদ ও তার স্ত্রী নূরজাহান দিপ্তী তার ঘরের তালা ভেঙে ঘরের মধ্যে রাখা সোনা-গহনা, ফ্রিজ, টিভিসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য- প্রায় ২০ লাখ টাকা বলে দাবী করা হয়েছে।
ভুক্তভোগী আজিম উদ্দীন বলেন, পাওনা টাকা চাওয়ার কারনে জোয়াদ ও তার স্ত্রী আমাকে ওই বাসা থেকে বের করে দিতে ওই মালামালগুলো লুট করেন। শুধু তাই নয় টাকা চাইলেই তারা প্রাণনাশের হুমকিও দেন। বিষয়টি নিরসনের জন্য থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযুক্ত আব্দুল জোয়াদ জানান, ‘মালামাল তার হেফাজতে রয়েছে। সৃষ্ট ঝামেলা নিরসন হলে ফেরত দেওয়া হবে।’
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন