বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জলঢাকায় নানান কর্মসূচীতে মুক্তিযোদ্ধার সন্তানদের  বঙ্গবন্ধুর  শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত 

জলঢাকায় নানান কর্মসূচীতে মুক্তিযোদ্ধার সন্তানদের  বঙ্গবন্ধুর  শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত 
এরশাদ আলম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মঙ্গলবার সকালে  জলঢাকা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে একটি শোক রেলী বের করে।  জলঢাকা  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক আসাদুজ্জামান স্টালিন  শোক  র‌্যালীতে নেতৃত্ব দেন। রেলীটি  পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরাবতা পালন করে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা  কমপ্লেক্স ভবনে গিয়ে আলোচনা সভা,  দোয়া ও মিলাদ  মাহফিলের আয়োজন করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম।  বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল  কবির,বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র, আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জলঢাকা উপজেলা আহবায়ক আসাদুজ্জামান স্টালিন, সদস্য সচিব আতাউল বারী আপেল প্রমূখ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম। এসময় সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান গণ উপস্থিত ছিলেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন