লালপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক -১
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে ছুরিকাঘাতে নাজমুল হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দ-রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে জড়িত থাকা অভিযোগে মনোয়ার হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মনোয়ার নান্দ গ্রামের আবু নাছেরের ছেলে। নিহত নাজমুল হোসেন নান্দ-রায়পুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। স্থানীয় ও পুুলিশ সূত্রে জানা গেছে, নাজমুল শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে নান্দ-রায়পুর মনসা পূজার উপলে আয়োজিত মেলায় আসেন। এসময় মেলার প্রবেশপথে নাজমুলকে মোটরসাইকেল গ্যারেজ করতে বলেন মোটরসাইকেল গ্যারেজের মালিক জিয়া। এতে রাজি না হওয়ায় জিয়াসহ তার ৩-৪ জন সহযোগীর সঙ্গে নাজমুলের তর্ক হয়। এক পর্যায়ে হাতে থাকা ধারালো চাকু দিয়ে তাকে আঘাত করেন জিয়া। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত নাজমুল কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লালপুর থানার ওসি উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের বাবা আব্দুল আজিজ রাতেই লালপুর থানায় আটজনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত ১৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে মনোয়ার (২২) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত মনোয়ার কে রবিবার সকালে কারাগারে প্রেরণ কারা হয়েছে। ঘটনার পর থেকে প্রধান আসামী জিয়াসহ তার সহযোগীরা পলাতক রয়েছে। আসামীদের আটকে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।’