পার্বতীপুরে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সোহেল সানীঃ
দিনাজপুরের পার্বতীপুর-রংপুর সড়কে অবস্থিত এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর মেয়র মোঃ অামজাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, কাউন্সিল জাহাঙ্গীর অালম, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর অালম, মানজুরুর রশিদ ও মালেকা জালাল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর মৌচাকে অনুষ্টিত ২০২৩ সালের ১৮-২৭ জানুয়ারি ৩২তম এশিয়া প্যাসিফিক ও ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আরাফাত জামিলসহ স্কুলের ৩৫ জন শিক্ষক ও ৯ শতাধিক ছাত্র-ছাত্রী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-পরিচালকসহ পার্বতীপুরের বিভিন্ন স্তরের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক অংশগ্রহণ করেন।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক মোঃ আনছারী।