বাগানকে হারিয়ে শীর্ষে কিংস
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঘরের মাঠ। চিরচেনা কন্ডিশন। গ্যালারি থেকে হর্ষধ্বনি আসছে। তবু বসুন্ধরা কিংস সুযোগ কাজে লাগাতে পারছিল না। দারুণ সব গোলের সুযোগ হাতছাড়া হচ্ছিল তাদের। প্রথমার্ধে হজম করত হয় গোলও। তবে সেটা শোধ করে তারা। তাতে সমতা নিয়ে বিরতিতে গিয়েছিল। বিরতির পরও আক্রমণ-পাল্টা আক্রমণ হয়। কিন্তু কাজে আসছিল না। তবে প্রায় শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করে তারা। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ক্লাবটিকে ২-১ গোলে হারিয়েছে তারা। ক্লাবটির বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। এই জয়ে এএফসি কাপে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে উঠেছে কিংস। খেলার শুরু থেকেই আক্রমণে ছিল দুই দল। ১৭ মিনিটে এগিয়ে যায় বাগান। তাদের জেসন কামিংসের শট প্রতিহত করেন কিংস গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। তবে বল আগলে রাখতে পারেননি। ছুটে যাওয়া বল দেখে পেছন থেকে এগিয়ে এসে লিস্টন দারুণ শটে জালে জড়ান বল। প্রথম গোল হজমের পরেই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে বসুন্ধরা। তবে সুযোগ হাতছাড়া করেন ডরিয়েলটন। ৪৩ মিনিটে দায়মোচন করেছেন তিনি। তার পাস থেকেই বল পান মিগেল ফেরেইরা। লম্বা এক শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান ব্রাজিলিয়ান। এই গোল চিড় ধরতে বসা আত্মবিশ্বাসও ফিরে আসে তাদের। ৫৩ মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিল কিংস। কিন্তু এবার ভাগ্য সহায় হয়নি তাদের। রবসনের নেওয়া শট বারে লেগে ফিরে আসে। সুযোগ আসে আরও একবার চার্লসের বাড়িয়ে দেওয়া বল এগিয়ে দেন ডরিয়েলটন। কিন্তু বক্সের ভেতরে থাকা বিশ্বনাথ যেন চেতনা হারিয়ে ফেলেন। জায়গা থেকে এক পা-ও সরেনি তার। ৬৭ মিনিটে সাহাল আব্দুল সামাদের শট নিলে দুর্দান্তভাবে ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে তা রক্ষা করেন শ্রাবণ। খেলার ৭১ মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে বাগান তারকা লিস্টন বল পেয়ে বাড়িয়ে দিলে কামিংস গোল করেন। কিন্তু অফসাইডে তা বাতিল হয়। ৭৪ মিনিটে গাফুরভকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বাগান মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ। ম্যাচের ৭৯ মিনিটে আবারও গোলের দেখা পায় খেলা। ডরিয়েলটন পেয়েছিলেন বল, তিনি দেন ব্যাক পাস। ৪৪ নম্বর জার্সিধারী বাবুরবেক ইউদুসেফ বাড়িয়ে দেন রবসনের দিকে। তার পা থেকে সেটা জড়ায় জালে। ২-১ গোলের লিড পায় বসুন্ধরা। সেই গোলের পর বাগান মরিয়া হয়ে ওঠে শোধ করতে। আর কিংস চায় সময় কাটাতে। কিংসের চাওয়াই পূর্ণ হয়। আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় জয় নিশ্চিত হয় বসুন্ধরার। মোহনবাগানের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। তাতে বাগানের সমান ৭ পয়েন্ট তাদের। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে কিংস। আর ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড অক্ষতই থাকল কিংসের।