শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রিয়াল শিবিরে আরেকটি বড় ধাক্কা

রিয়াল শিবিরে আরেকটি বড় ধাক্কা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে দেশের হয়ে খেলতে গেছেন ফুটবলাররা। আর এই সময়েই বড় এক ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ডান হাঁটুতে চোট পেয়েছেন স্প্যানিশ ক্লাবটির ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। ফ্রান্স জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সময় এই চোট পান কামাভিঙ্গা। তার সেরে উঠতে কতদিন লাগবে, সে ব্যাপারে কিছু বলা হয়নি। ২১ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত রিয়ালের প্রতিটি ম্যাচেই খেলেছেন। হাঁটুই যেন বেশি ভোগাচ্ছে রিয়ালের খেলোয়াড়দের। এর আগে হাঁটুতে চোট পেয়ে বাইরে আছেন দলটির গোলরক্ষক থিবো কোর্তোয়া, ডিফেন্ডার এদের মিলিতাও ও তরুণ মিডফিল্ডার আর্দা গুলার। কামাভিঙ্গার চোটে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির দুশ্চিন্তা আরও বাড়ল। বাংলাদেশ সময় শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের হয়ে কলম্বিয়ার বিপক্ষে খেলার সময় ঊরুর চোটে মাঠ ছাড়েন ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন