রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

শ্রীলঙ্কা জিতলে পাকিস্তানের কেন লাভ, বাংলাদেশের কেন ক্ষতি?

শ্রীলঙ্কা জিতলে পাকিস্তানের কেন লাভ, বাংলাদেশের কেন ক্ষতি?

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্বকাপের ৮ম রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল বুধবার। লিগপর্বে বাকি আর মাত্র ১টি করে ম্যাচ। শুরুর দিকে কিছুটা নিষ্প্রাণ এই বৈশ্বিক আসরে শেষ সময়ে যেন প্রাণ ফিরে এসেছে। টুর্নামেন্টের ১০ দলের মধ্যে ৭ দলেরই ভাগ্য ঝুলে আছে। সেমিফাইনালের জন্য অপেক্ষায় আছে তিন দল। আর চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গা নিশ্চিতের জন্য লড়াই করছে চার দল।

এমন গুরুত্বপূর্ণ সময়ে নবম রাউন্ডের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। দুই দলের জন্য এই ম্যাচে সমীকরণ দুই রকম। নিউজিল্যান্ড জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আর শ্রীলঙ্কা জিতলে তারা এগিয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে। কিন্তু শুধু এখানেই থামছে না এই ম্যাচের মাহাত্ম্য, বাংলাদেশ আর পাকিস্তানের ভাগ্যটাও ঝুলে আছে এই ম্যাচের উপরে। ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামের এই ম্যাচে যদি শ্রীলঙ্কা জেতে তবে তাতে বড় রকমের সুবিধা পাবে পাকিস্তান। ১১ তারিখের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ন্যূনতম ব্যবধানের জয়ও তাদের নিয়ে যাবে সেমিফাইনালে। কারণ সেক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট হবে ১০। আর নিউজিল্যান্ড আটকে থাকবে ৮ পয়েন্টে। আর রানরেটে পিছিয়ে থাকা আফগানিস্তান পাকিস্তানকে টপকে রানরেটের ব্যবধানে সেমিফাইনালে যাবে, এটা বেশ দূরহ ব্যাপার। তবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড দুই পক্ষ হারলে এবং নিজেদের ম্যাচ জিতলে আফগানিস্তানকে সেখানে দেখা যেতে পারে। আবার এই একই সমীকরণে বিপদে পড়বে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে জিতে বাংলাদেশকে এরইমাঝে রানরেটে পেছনে ফেলেছে ইংল্যান্ড। টাইগারদের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ যদি জয় না পায় আর শ্রীলঙ্কা যদি কিউইদের বিপক্ষে জয় লাভ করে, তবে সেরা আটে থাকা নিয়ে বড় রকমের সমস্যায় পড়তে হবে চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের। বাংলাদেশ তাই আজ তাকিয়ে থাকবে লংকানদের পরাজয়ের দিকে। তবে ব্যাঙ্গালোরে আজ বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোন কারণে ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই সমান ১ পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে পাকিস্তান বা বাংলাদেশ দুই দলই নিজেদের ম্যাচে জয় পেলেই তাদের লক্ষ্য পূরণ করতে পারে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন