১২ ঘণ্টা পর লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন উদ্ধার
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সানটিংয়ের (ইঞ্জিন ঘোরানো) সময় মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনার ১২ ঘণ্টা পর ট্রেনের সেই ইঞ্জিনটি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সান্তাহার জংশন স্টেশন এলাকার ইয়ার্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন সানটিং করার সময় লাইনচ্যুত হয়। লাইনচ্যুত সেই ইঞ্জিনটি প্রায় ১২ ঘণ্টা পর রাত ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন, রবিবার সকালে মালবাহী ট্রেনের একটি ইঞ্জিন ইয়ার্ডের মধ্যে সানটিং করার সময় লাইনচ্যুত হয়ে যায়। পরে পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে রাত ১০টার পর ইঞ্জিনটি লাইনে তুলে দেয়। ইয়ার্ডের ভিতরের লাইন হওয়ার কারণে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান এই কর্মকর্তা।