রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ভারতের দাপুটে জয়, দুঃসংবাদ পেল বাংলাদেশ

ভারতের দাপুটে জয়, দুঃসংবাদ পেল বাংলাদেশ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : হায়দরাবাদ টেস্টে হেরে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে তিন ধাপ অবনমন হয়েছিল ভারতের। ফলে পাঁচে নেমে গিয়েছিল রোহিত-কোহলিরা। তবে ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০৬ রানের বড় জয়ে ফের নিজেদের অবস্থান পুনরুদ্ধার করেছে তারা। এতে একধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে বাংলাদেশ। বিশাখাপত্তম টেস্ট জিতে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে ভারত। ৬ ম্যাচের মধ্যে তিনটিতে জয় ছিনিয়ে নিয়েছে তারা। আর এক ড্রয়ের বিপরীতে দুটিতে হারের স্বাদ নিয়েছে রোহিত শর্মার দল। এই মুহূর্তের ভারতের পয়েন্ট ৩৮। পয়েন্টের শতাংশ ৫২ দশমিক ৭৭।অন্যদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের দ্বিতীয় টেস্ট হারলেও এখনও শীর্ষে অস্ট্রেলিয়া। ১০ ম্যাচের মধ্যে ৬টিতে জয় পেয়েছে অজিরা। আর ৩ হারের বিপরীতে ড্র এক ম্যাচে। অজিদের পয়েন্ট এখন ৬৬; শতাংশের হিসেবে ৫৫ দশমিক ০০।এই তালিকায় তিন, চার ও পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ; তিন দলেরই পয়েন্ট সমান ৫০ শতাংশ করে।এদিকে ছয়ে থাকা পাকিস্তানের পয়েন্টের শতাংশ ৩৬ দশমিক ৬৬। অন্যদিকে ২৭ বছরের রেকর্ড ভেঙে অজিদের বিপক্ষে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজও পয়েন্ট তালিকায় জায়গা করে নিয়েছে। ব্রিজবেনে ঐতিহাসিক জয়ে সাতে উঠে এসেছে ক্যারিবীয়রা। তাদের পয়েন্টের শতাংশ ৩৩ দশমিক ৩৩। আট নম্বরে আছে ইংল্যান্ড। ভারতের সঙ্গে হেরেও অবস্থান বদলায়নি তাদের। তবে কমেছে পয়েন্টের শতাংশ। বেন স্টোকসদের পয়েন্টের শতাংশ ২৫ দশমিক ০০।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন