বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

শ্রীলঙ্কার বিপক্ষে হার, মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন পাপন

শ্রীলঙ্কার বিপক্ষে হার, মাহমুদউল্লাহকে নিয়ে যা বললেন পাপন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে ছিটকে পড়লো বাংলাদেশ দল। অবশ্য কাগজে কলমের হিসাবে এখানো টিকে রয়েছে টাইগাররা। গতকাল শনিবার কলোম্বোতে ২১ রানে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ হারের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় মাহমুদউল্লাহ রিয়াদ থাকলে এমন পরিস্থিতিতে বাংলাদেশ দল জিততে পারতো কিনা। এমন প্রশ্নের জবাব অবশ্য বেশ কৌশলেই দিয়েছেন বিসিবি বস। পাপন বলেন, এটা বলা মুশকিল। রিয়াদ নিঃসন্দেহে খুবই ভালো ব্যাটার, এটাতে কোনো সন্দেহ নেই। শ্রীলঙ্কার ম্যাচের কথা যদি বলি হতে পারতো। রিয়াদ যেহেতু আগের সিরিজগুলোতে ছিল না, হঠাৎ করে তাকে এশিয়া কাপ খেলানোটাও ঝুঁকি ছিল। তবে তার সামনে সুযোগ রয়েছে। এশিয়া কাপে বাংলাদেশ দল টানা দুই ম্যাচ হারলেও এমন পারফরম্যান্স নিয়ে মোটেও উদ্বিগ্ন নন পাপন। কেননা বিসিবি বসের মতে বাংলাদেশ দল যদি পূর্ণ শক্তি নিয়ে খেলে হারতো, তাহলে তিনি চিন্তিত হতেন। এখন যারা সুযোগ পাচ্ছে তাদের খেলার কথাও না বলে দাবি করেন বিসিবি বস। পাপন বলছিলেন, তামিম-লিটন-শান্ত যদি থাকতো এবং ফল এমন হতো তাহলে হতাশ হতাম। এখন যারা সুযোগ পাচ্ছে তারা তো এখানে থাকারই কথা না। এশিয়া কাপের এমন পারফরম্যান্স এলার্মিং কিছু নয়। এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন