শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

লালপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার আর নেই

লালপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার আর নেই

নাটোর প্রতিনিধি
নাটোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ সরকার ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবত নানা রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আব্দুর রউফ সরকার লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মরহুম রুস্তুম আলী সরকারের প্রথম পুত্র। তিনি নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে অবসরপ্রাপ্ত রসায়নবিদ ও ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমপৃক্ত ছিলেন। বাদ আসর ফুলবাড়ি মডেল হাইস্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে ফুলবাড়ির কেন্দ্রীয় কবরস্থানের তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাজ্ঞাপন করেছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী (আলম)সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন