বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বকশীগঞ্জে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত 

বকশীগঞ্জে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত 
জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় রাফিয়া আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ মে) সন্ধ্যায় পৌর সদরের  কাগমারী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান। নিহত শিশু  রাফিয়া মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর গ্রামের মিশু মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, বুধবার সকালে  শিশু রাফিয়া  মায়ের সাথে পৌর সদরের কাগমারী এলাকায় নানার বাড়ি বেড়াতে আসে।  বিকালে নানা কালাম মিয়ার সাথে ঘুরতে গিয়ে  কাগমারী এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ভ্যান শিশু রাফিয়া কে ধাক্কা দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন