শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

চিরিরবন্দরে গাছ থেকে পড়ে নৈশপ্রহরীর মৃত্যু

চিরিরবন্দরে গাছ থেকে পড়ে নৈশপ্রহরীর মৃত্যু

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরের চিরিরবন্দরে আম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে এক সন্তানের জনক আব্দুর রশিদ ওরফে আহাদ আলী (২৬) নামে এক নৈশপ্রহরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গত ১৪ জুন শুক্রবার আনুমানিক বিকাল ৬টায় উপজেলার রানীরবন্দর মহিলা কলেজ চত্বরে ঘটেছে। নিহত আব্দুর রশিদ ওরফে আহাদ আলী উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের তেগআলী শাহপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে এবং রানীরবন্দর মহিলা কলেজের নৈশপ্রহরী। জানা গেছে, ওই সময় আব্দুর রশিদ ওরফে আহাদ আলী রানীরবন্দর মহিলা কলেজ চত্বরের গাছে উঠে আম পাড়তে ছিল। এ সময় হঠাৎ তিনি গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজনসহ তার পরিবারের সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। রানীরবন্দর মহিলা কলেজের অধ্যক্ষ মো. তফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন