বুধবার, ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ী পৌরসভার সভাকক্ষে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র আলোচনা সভা অনুষ্ঠিত॥

ফুলবাড়ী পৌরসভার সভাকক্ষে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র আলোচনা সভা অনুষ্ঠিত॥

 ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার ফুলবাড়ী পৌরসভার সভাকক্ষে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র আলোচনা সভা অনুষ্ঠিত।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী পৌরসভার মিলনায়তনে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) সভাপতি এবং পৌর মেয়র আলহাজ মাহমুদ আলম লিটন এর সভাপতিত্বে শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার শহর সমন্বয় কমিটির সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মাহমুদ আলম লিটন। শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আলোচ্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের নিমিতে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম (ডাব্লু), প্রাক্তন সিভিল সার্জেন ডা: আব্দুল্লাহ্ হাসমি, শ্রী হারান দত্ত, শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) সদস্য এ্যাড: শাহাজাহান, সাংবাদিক মোঃ আফজাল হোসেন, মোঃ রজব আলী প্রমুখ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মাদ আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফুল হুদা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, শ্রী হারান দত্ত, মোঃ মাজেদুর রহমান, আব্দুল মজিদ, আব্দুল জব্বার মাসুদ, মোঃ আতাউর রহমান, মহিলা কাউন্সিলর তঞ্জুয়ারা, বাবলী আরা, রেবেকা সুলতানা, সহ শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র ৫০জন সদস্য উপস্থিত ছিলেন। টিএলসিসি’র সদস্যদের আলোচনা সভার সকলের বক্তব্য উপস্থাপনের পর পৌর মেয়র বিস্তারিত বক্তব্যের উত্তর দেন। তিনি বলেন আগামীতে ফুলবাড়ী পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই, তবে অর্থনৈতিক কারণে ফুলবাড়ী পৌরসভার উন্নয়ন কাজ ত্বরান্বিত করা যাচ্ছে না। তবে অতি শীঘ্রই যে সমস্ত এলাকার রাস্তাঘাট ড্রেন নির্মাণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া আছে বাজেট পাওয়া মাত্র সেগুলির কাজ শুরু করা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জন্ম নিবন্ধন বিভাগের মোঃ আশরাফ পারভেজ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবদিকগণ উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন