শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার’র দাফন সম্পন্ন

উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার’র দাফন সম্পন্ন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক শিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার সরকার। শনিবার (১৩ মে) রাত ৮টায় রংপুর ডক্টরস কিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিশামত মধুপুরের নিজ বাসভবনে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার দুপুর ২টায় মাঝবিল ঈদগাহ মাঠে তাঁর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুামান, সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, ৮ নাতি, ২ নাতনীসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিড মারজান, উলিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ, ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, সাংবাদিক খালেক পারভেজ লালু প্রমুখ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন