জাপানকে হটিয়ে সোনায় শীর্ষে চীন
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : প্যারিস অলিম্পিকে চতুর্থ দিন শেষে সোনায় শীর্ষে ছিল জাপান। ষষ্ট দিনে তাদের পেছনে ফেলে স্বর্ণপদক জয়ের দিক থেকে এগিয়ে গেছে চীন। এশিয়ার দেশটি ১১টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জপদক জিতেছে। আর মোট ১৬ পদক নিয়ে জাপান নেমে গেছে পাঁচ নম্বরে।
মোট পদক সংখ্যায় এখনো সবার উপরে যুক্তরাষ্ট্র। তবে স্বর্ণপদকে পিছিয়ে তারা, রয়েছে দ্বিতীয় স্থানে। দেশটি ৯টি স্বর্ণের পাশাপাশি ১৫টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ পেয়েছে ৩৭ পদক।
৬টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জসহ ২৭ পদক নিয়ে তৃতীয় স্থানে আছে স্বাগতিক ফ্রান্স। ৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ ১৮ পদক নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া।
গ্রেট ব্রিটেন ৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ ২০টি পদক নিয়ে ষষ্ঠ স্থানে। সাতে থাকা সাউথ কোরিয়ার ঝুলিতে ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ।