সৈয়দপুরে গোসল করতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু
মোঃ জাকির হোসেন, সৈয়দপুর, ( নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে নদীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে মো শাহিন আকতার (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। (২৯ সেপ্টেম্বর) রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খড়খড়িয়া নদীর দীঘলডাঙ্গী ব্রিজে এ ঘটনাটি ঘটেছে। সে খোর্দ্দ বোতলাগাড়ী তেলিপাড়া গ্রামের হোটেল ব্যবসায়ী মো আবু তালেবের একমাত্র পুত্র।
এলাকাবাসি জানান, শাহিন বোতলাগাড়ী আলিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্র । আজ সকালে তারা চার জন বন্ধুকে মিলে বাড়ীর পাশের খড়খড়িয়া নদীর দীঘলডাঙ্গী ব্রিজে যায়। গোাসল কারার জন্য নদীর ব্রিজে ওপর থেকে চারবন্ধু পানিতে লাফ দেয় । পানি থেকে তিনজন উঠে আসলেও কিন্তু নিখোঁজ থেকে যায় শাহিন। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘণ্টানিক চেষ্টার পর মৃত্যু অবস্থায় তাকে উদ্ধার করে।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আকতার হোসেন জানান, সব আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেেিত ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায়া থানায়া একটি ইউডি মামলা হয়েছে।