মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপু‌রে বজ্রপা‌তে  এক কৃষ‌কের মৃত‌্যু

উলিপু‌রে বজ্রপা‌তে  এক কৃষ‌কের মৃত‌্যু
উ‌লিপুর(কু‌ড়িগ্রাম)প্র‌তি‌নি‌ধি
কু‌ড়িগ্রা‌মে উ‌লিপু‌রে বজ্রপা‌তে শাহাজালাল (৪৫) নামের এক কৃষ‌কের মৃত‌্যু হয়ে‌ছে। মঙ্গলবার (২৩ মে) ‌বি‌কে‌ল সোয়া চারটায় তিস্তা নদী বে‌ষ্টিত উলিপুর উপ‌জেলার থেতরাই গোড়াইপিয়ার এলাকায় এ ঘটনা ঘ‌টে। শাহাজালাল দলদ‌লিয়া ইউনিয়‌নের গণক পাড়ার র‌হিজউদ্দিন ছে‌লে।
থেতরাই ইউপি চেয়ারম‌্যান আতাউর রহমান আতা বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।
জানা গে‌ছে, শাহাজালাল বাদাম ক্ষে‌তে দিনমজু‌রি কর‌তে চর গোড়াইপিয়ার এলাকায় যান। বিকেল সোয়া চারটায় ঝ‌ড়-বৃ‌ষ্টির স‌ঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থ‌লেই তি‌নি মারা যান।
উলিপুর থানার ও‌সি শেখ আশরাফুজ্জামান ব‌লেন, ঘটনাস্থ‌লে প‌ু‌লিশ পাঠানো হ‌য়ে‌ছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন