পাঁচবিবিতে বারি উদ্ভাবিত কচু ফসলের জাত বিস্তার শীর্ষক মাঠ দিবস
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে “বারি উদ্ভাবিত কচু ফসলের জাত বিস্তার”শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠান আজ শনিবার বেলা ১১টায় পাটাবুকা গ্রামে অনুষ্ঠিত হয়। কন্দাল ফসল গবেষণা কেন্দ্র গাজীপুর ও মসলা গবেষণা কেন্দ্র বগুড়া,বিএআরআই- এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহা পরিচালক ড. দেবাশীষ সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বিএআরআই এর পরিচালক ড. সোহেলা আক্তার, পরিকল্পনা ও মূল্যায়ন উইং, বিএআরআই এর পরিচালক ড. দিলোয়ার আহমদ চৌধুরী, জেলা আ.লীগ সম্পাদক জাকির হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, এই কর্মূচির কার্যক্রম মনিটরিং কমিটির চেয়ারম্যান ও কৃষিত্বত্ত বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবু হেনা ছারোয়ার জাহান, ঊর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.ছামছুল আলম, সংস্কৃতিক কর্মী আমিনুল হক বাবুল, জয়পুরহাট অফিসের রেজাউল করিম ও কৃষক আজিজার রহমান প্রমুখ। সভায় কচু ফসলের জিন পুল সমৃদ্ধ, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও উন্নত জাত বিস্তারের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।