মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

আদমদীঘিতে ৮৪ টি ঘর পেতে যাচ্ছেন গৃহহীনরা

আদমদীঘিতে ৮৪ টি ঘর পেতে যাচ্ছেন গৃহহীনরা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে জমিসহ ঘর পেতে যাচ্ছেন ৮৪টি পরিবার। ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের মধ্যে জমির দলিলসহ ঘর হস্তান্তর করবেন। উপজেলা পরিষদের হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।
টুকটুক তালুকদার জানান, উপজেলার ৬ টি ইউনিয়নের ৮৪ টি ঘর পাবে ভূমিহীন ও গৃহহীনরা। ইতিমধ্যে ঘরের কাজ সম্পন্ন হয়েছে। যার মধ্যে রয়েছে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের ছোট আখিড়া গ্রামে ৯ টি, কোমারপুর গ্রামে ১৬ টি, নশরতপুর ইউনিয়ন পরিষদের বিনাহালী গ্রামে ২২ টি, দত্তবাড়িয়া গ্রামে ২৩, চাটখইর গ্রামে ০৪ টি, আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের কুসুম্বী গ্রামে ০৮ টি ও সান্তাহার ইউনিয়ন পরিষদের দমদমা গ্রামে ০২ টি।
উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য ১ম পর্যায়ে ১০০ টি, ২য় পর্যায় ২৫ টি ও ৩য় পর্যায়ে ৪৫টি এবং ৪র্থ পর্যায়ে ৮৪ টি সহ মোট ২৫৪ টি ঘর পেয়েছেন উপজেলার গৃহহীন ও ভূমিহীনরা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন