পীরগঞ্জের দেড় শতাধিক শিক্ষার্থীকে স্পীকারের পক্ষ থেকে বাইসাইকেল প্রদান
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জের ৩ টি ইউনিয়নের দেড় শতাধিক শিক্ষার্থীকে জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি’র পক্ষ থেকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে ওই বাইসাইকেল প্রদান করা হয়। ইউনিয়ন ৩ টি হলো ৩ নম্বর বড়দরগাহ্, ১২ নম্বর মিঠিপুর ও ১৩ নম্বর রামনাথপুর। ৩টি ইউনিয়নের ১’শ ৫০ জন শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল, কৃষকদের জন্য স্প্রে মেশিন, মহিলাদের জন্য সেলাই মেশিন ও প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য হুইল চেয়ারও প্রদান করা হয়। জাতীয় সংসদের স্পীকারের পক্ষে ওই বাইসাইকেল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, হুইল চেয়ার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র এ এস এস তাজিমুল ইসলাম শামিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বড়দরগাহ্ ইউপি চেয়ারম্যান মাফি আক্তার শিলা, রামনাথপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন বাদল মাস্টার, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মিঠিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোর্শেদ আলী সরকার, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাদা প্রমুখ।