ফুলবাড়ীতে অবরোধের ৩য় দিনে যৌথবাহিনীর সতর্ক অবস্থান, গ্রেফতার-১
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবরোধের তৃতীয় দিনে বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ-বিজিবিসহ যৌথবাহিনীর সদস্যরা। সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচীর তৃতীয় দিনে বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (জেলা ম্যাজিস্ট্রেট) মো: পৃবন আখতারের নেতৃত্বে পুলিশ-বিজিবি, র্যাবসহ যৌথবাহিনীর সদস্যরা দিয়েছেন সতর্ক টহল।
এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ, পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজীব টহল দলের সাথে ছিলেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা ঠেকাতে পুলিশবাহিনী কঠোর নিরাপত্তা অবস্থানে রয়েছে। বুধবার গভীর রাতে আব্দুল মালেক (৫২) নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান, জেলা প্রশাসক মহাদয়ের নিদের্শে ফুলবাড়ী উপজেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের পুলিশ-বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে টহল দিচ্ছেন। এছাড়াও উপজলার গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা সতর্ক পাহারায় রয়েছে।