রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ীতে জমি দখল করতে আসা ভাড়াটে ১০ দুর্বৃত্ত আটক, আহত -৭

ফুলবাড়ীতে জমি দখল করতে আসা ভাড়াটে ১০ দুর্বৃত্ত আটক, আহত -৭
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বসতবাড়ীর জমি দখল করতে আসা ১০ বহিরাগত ভাড়াটে দুর্বৃত্তকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৬ জুন) বিকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের আমসা বাজার এলাকায়। এ সময় ওই ভাড়াটে দুর্বৃত্তদের হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, আমসা বাজার এলাকার মৃত বশির উদ্দিন ব্যাপারীর ছোট ছেলে মকবুল হোসেনের সাথে তার আপন বড়ভাই আব্দুল কাদেরের বসতবাড়ীর ৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিকালে আব্দুল কাদের মকবুল হোসেনের বসতবাড়ীর ওই জমি দখল করার জন্য ৬টি মোটর সাইকেলে করে কুড়িগ্রাম সদর, মধ্যকুমরপুর ও নাগেশ্বরী এলাকার থেকে ১০/১২ জন ভাড়াটে দুর্বৃত্ত নিয়ে আসে। দুর্বৃত্তরা মকবুল হোসেনের বাড়ীতে উপস্থিত হয়ে হামলা ভাঙ্গচুর, লুটপাট শুরু করে। আশপাশের লোকজন তাদের বাধা দিলে দুর্বৃত্তরা তাদের উপরও হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের হামলায় মকবুলের মা মমেনা বেগম (৬৫) প্রতিবেশী আব্দুল হামিদ ব্যাপরী (৭০) শহিদুল ইসলাম (৫৫), আফজাল ব্যাপারী (৬০), মন্জুরুল ইসলাম  (৩৫) সহ ৭  জন আহত হন।
পরে মমেনা বেগম সহ আহতদের চিৎকারে প্রায় ৪ শতাধিক গ্রামবাসী জড়ো হয়ে দৃর্বৃত্তদের ঘিরে ফেলে। এসময় দুইজন পালিয়ে গেলেও ৬ টি মোটরসাইকেলসহ ১০ দুর্বৃত্তকে আটক করে গ্রামবাসী। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক ১০ দুর্বৃত্তকে মোটরসাইকেল সহ থানায় নিয়ে আসে।
আটক দুর্বৃত্তরা হলেন, নাগেশ্বরী উপজেলার বামনডাংগা এলাকার আব্দুর রশিদের ছেলে সাইদুল (২৭), কুড়িগ্রাম সদরের মধ্যকুমরপুর এলাকার মমিনুলের ছেলে কামাল মিয়া (১৯) ও নুর জামাল (২৪), একই এলাকার আক্কাসের ছেলে নুরনবী রানা (৩০), বাবুল মিয়ার ছেলে ফজলুল করিম (৩০), গোলাপ উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২১), মোখলেছুর রহমানের ছেলে নাদের আলী (২৪), আমির আলীর ছেলে আশিক (২৯), শহিদুলের ছেলে শামিম (২৫) ও খলিলুর রহমানের ছেলে বেলাল হোসেন (২১)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রানকৃষ্ণ দেবনাথ জানান, জনতার হাতে আটক  বাড়ী দখল করতে আসা বহিরাগত ১০ দুর্বৃত্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন