রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বহিষ্কারাদেশ পেয়ে আটোয়ারীতে অজ্ঞান হয়ে পড়লেন এক পরীক্ষার্থী

বহিষ্কারাদেশ পেয়ে আটোয়ারীতে অজ্ঞান হয়ে পড়লেন এক পরীক্ষার্থী

 আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের আটোয়ারীতে পরীক্ষায় বহিস্কারাদেশ পেয়ে অজ্ঞান হয়ে পড়লেন এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৮ মে) চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরীা কেন্দ্রে ওই পরীার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া ওই শিার্থী আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীায় অংশ নেয়। পরীা কেন্দ্র সচিব মোঃ আব্দুল কুদ্দুশ বিষয়টি নিশ্চিত করে বলেন, জীব বিজ্ঞান পরীায় অসদুপায় অবলম্বন করে ওই শিার্থী। পরে পাবলিক পরীা আইন অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে বহিস্কারাদেশের খবর পেলে তাৎক্ষনিক ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে পড়েন। এঅবস্থায়, তাকে দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত বহিস্কৃত ওই শিক্ষার্থী হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৮ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ হুমায়ুন কবীর জানান, অতিরিক্ত টেনশনের জন্য তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন