বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রোনালদোর মাইলফলকের রাতে বড় জয় আল নাসরের

রোনালদোর মাইলফলকের রাতে বড় জয় আল নাসরের

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চলতি মৌসুমটা বাজে শুরু করেছিল আল নাসর। অবশেষে ছন্দে ফিরেছে ক্লাবটি। সেই সঙ্গে ছন্দে ফিরেছেন পর্তুগিজ তারকা রোনালদোও। এতে করে সৌদি প্রো লিগে বড় জয় তুলে নিয়েছে আল নাসর। এদিন অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন পর্তুগিজ তারকা। শনিবার (২ সেপ্টেম্বর) কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে আল-হাজমের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদো ও সাদিও মানে ছাড়াও এই ম্যাচে আল নাসরের বাকি গোলগুলো করেছেন ওতাভিও, আব্দুলরাহমান গারিব ও আব্দুল্লাহ আল-খাইবারি। আল-হাজমের মাঠে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়া আল নাসর গোলের দেখা পায় ম্যাচের ৩৩তম মিনিটে। রোনালদোর অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে দেন সৌদি উইঙ্গার আব্দুলরাহমান গারিব। অবশ্য এর আগেই গোল পেতে পারত আল নাসর। যদি না ২৩ মিনিটের সময় রোনালদোর শট ঠেকিয়ে দিতে না পারতেন আল-হাজমের গোলরক্ষক। প্রথমার্ধের যোগ করা সময়ের ৮ম মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন আব্দুল্লাহ আল-খাইবারি। কর্নার থেকে পাওয়া বলে জোরাল শটে গোল করেন তিনি। বিরতি থেকে ফিরেই এক গোল শোধ করে আল-হাজম। দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন মুহাম্মেদ বাদামোসি। ৫৭ মিনিটে ফের গোলের দেখা পায় আল নাসর। এই গোলের পেছনেও আছে রোনলাদোর অবদান। মার্সেলো ব্রোজোভিচের সঙ্গে ওয়ানটু খেলে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন সিআরসেভেন। এরপর পাস বাড়ান ফাকায় দাঁড়িয়ে থাকা ওতাভিওকে। প্লেসিং শটে বল জালে জড়ান রোনালদোর স্বদেশি এই তারকা। দুই গোলে অবদান রাখা রোনালদোও অবশ্য গোলশূন্য থাকেননি। ডি-বক্সে পাস খেলতে খেলতে গারিবের পা থেকে বল পান ফাকায় দাঁড়ানো রোনালদো। জোরাল শটে বল জালে জড়ান পর্তুগিজ মহাতারকা। এটি তার ক্যারিয়ারের ৮৫০তম গোল। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা রোনালদো ৪ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। ম্যাচ জুড়ে দারুণ খেলেছেন সদ্য যোগ দেয়া সাদিও মানে। বেশ কয়েকবার গোল পেতে গিয়েও পাওয়া হয়নি সেনেগালিজ তারকার। অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পান তিনি। রোনালদোর পাস থেকে গারিব বাড়ানো বল খুঁজে নেয় বাঁ প্রান্তে থাকা মানেকে। গোলরক্ষককে পরাস্ত করে প্লেসিং শটে দূরের পোস্টে পাঠান তিনি। এই জয়ে পাঁচ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে আল নাসর। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে আল-হিলাল।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন