রামগঞ্জে ২ লাখ মানুষ পাচ্ছে ফ্রি ইন্টারনেট সুবিধা
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ওপৌরসভার ২ লক্ষ মানুষ ফ্রি ইন্টারনেট সুবিধা পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সামছুল হক মিজানের ব্যক্তিগত উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদে একযোগে ১০টি ইউনিয়ন ও পৌর এলাকায় ইন্টারনেট সেবা উদ্বোধন করেন।
ইউনিয়ন পরিষদ, হাসপাতাল, বাসটার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে সেই লক্ষ্যে উদ্যোগটি নেওয়া হয়েছে বলে উদ্যোগক্তা শামছ’ল হক মিজান জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করেছে, সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। ডফ্র ইন্টারনেট সেবা উদ্ভোধন সময়ে উপস্থিত ছিলেন ছিলেন, ইছাপুর ইউনিয়ন আওয়ামী প্যানেল চেয়ারম্যান আবু তাহের ক্বারী, ইউনিয়ন পরিষদ সচিব মাসুদ আলম, ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অলি ব্যাপারী, ইব্রাহিম স্বপন, ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন পাটওয়ারী, ইউপি সদস্য সবুজ বানিয়া, ফয়েজ আহম্মেদ দুখু, মিশু আক্তার, ইউনিয়ন যুবলীগের সদস্য নুর হোসেন, ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন মুন্না ও নাজমুল হোসেন, যুবলীগ নেতা হোসেনসহ ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।