মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পিএসজিকে হারিয়ে টিকে রইল এসি মিলান

পিএসজিকে হারিয়ে টিকে রইল এসি মিলান

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠল ম্যাচ। সুযোগও তৈরি হলো অসংখ্য। তারকাসমৃদ্ধ পিএসজি শুরুতে এগিয়ে গেলেও ধরে রাখতে পারল না ব্যবধান। ব্যর্থতার বৃত্ত ভেঙে জয়ের আনন্দে ভাসল এসি মিলান। এতে টিকে রইল তাদের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় খেলার আশা। সান সিরোয় গতকাল ম্যাচটি ২-১ গোলে জিতেছে এসি মিলান। পিএসজিকে শুরুতে এগিয়ে নেন মিলান স্ক্রিনিয়ার। পরে সমতা টানেন রাফায়েল লেয়াও। বিরতির পর অলিভিয়ে জিরুদের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ান ক্লাবটি। অক্টোবরের আন্তর্জাতিক বিরতির পর থেকে ব্যর্থতার বলয়ে বন্দী এসি মিলান। সেরি আ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে সবশেষ চার ম্যাচের তিনটিতেই হারে দলটি, অন্যটি ড্র। ইউরোপ সেরার মঞ্চে টিকে থাকতে পিএসজির সঙ্গে জয়ের বিকল্প ছিল না তাদের। অবশেষে কাঙ্ক্ষিত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে তারা। আসরে প্রথম জয়ের দেখা পাওয়া মিলান ৫ পয়েন্ট নিয়ে উঠেছে তিন নম্বরে। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলায় মন দেয় দুই দল। এতে নবম মিনিটে কর্নারে মার্কিনিয়োসের হেড পাস ছয় গজ বক্সে পেয়ে ওয়ান-অন-ওয়ানে হেডেই লক্ষ্যভেদ করেন স্ক্রিনিয়ার। এগিয়ে যায় পিএসজি। পাল্টা জবাব দিতে অবশ্য স্বাগতিকরা একেবারেই সময় নেয়নি। পিছিয়ে পড়ার তিন মিনিট পর পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার ভুলে আলগা বল পেয়ে অ্যাক্রোবেটিক ভলিতে সমতা টানেন লেয়াও। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে জিরুর গোলে এগিয়ে যায় মিলান। বাঁ দিক থেকে থিও এরনঁদেজের ক্রস বক্সে পেয়ে লাফিয়ে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি স্ট্রাইকার। এরপর অনেক সুযোগ তৈরি করলেও কোনো দলই করতে পারেনি গোল।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন