শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে ২৯ প্রাথমিকের ৪১ শিক্ষকদের বইপড়া উৎসব

পার্বতীপুরে ২৯ প্রাথমিকের ৪১ শিক্ষকদের বইপড়া উৎসব

সোহেল সানীঃ

শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে দেশে এই প্রথম দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বই পড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার ২৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জন সহকারী শিক্ষক বই পড়া উৎসবে অংশ নেন। উপজেলার হাবড়া ইউনিয়নের শেরপুর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এ বই পড়া উৎসব হয়। গত ১ জানুয়ারী ২৯ বিদ্যালয়ের ৪১ শিক্ষক-শিক্ষিকাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেনির বাংলা, ইংরেজি ও গণিতসহ ৯টি বিষয়ে পড়তে দেয়া হয়। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বেলা ২টা ৩০ পরিক্ষা শুরু হয়। ৩টা ৩০ মিনিটে পরিক্ষা শেষ হয়। শেরপুর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ বই পড়া উৎসব উদ্বোধন করেন, পার্বতীপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাশেম আলী। প্রধান অতিথি জানান, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে এ বই পড়া উৎসবের আয়োজন করা হয়। শিক্ষকরা যে বই শিক্ষার্থীদের পড়াবেন, তা আগে থেকেই পড়া থাকলে পাঠদানের মান অনেক বৃদ্ধি পাবে। পরীক্ষা শেষে তিনজন শিক্ষককে পুরস্কৃত করা হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন