বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কমলগঞ্জে পুলিশের পৃথক বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭

কমলগঞ্জে পুলিশের পৃথক বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত ৬ আসামিসহ ৭জন কে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
[শুক্রবার (১৮ মার্চ) মধ্যরাতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পৃথক পৃথক বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সিআর মামলা নং ২৯৩/২২ এর আসামি আমির আলী ও তার স্ত্রী ২৯৩/২২ নং মামলার আসামি রোফেজা বেগম, জিআর মামলার ৮২/১৯ এর আসামি শিবেন্দ্র পাল, আলম মিয়া, সোলেমান ও কয়েছ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও কমলগঞ্জ থানা পুলিশের অন্য এক অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ সুদর্শন গোয়ালা নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, কমলগঞ্জ থানার অন্তর্ভুক্ত শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোয়েল রানা, এসআই আব্দুর রহমান অভিযান চালিয়ে উপজেলার দেওছড়া চা বাগান থেকে মাদক কারবারি সুদর্শন গোয়ালাকে গ্রেপ্তার করা হয়। এসময় মিনা গোয়ালা নামের আরেক মাদক কারবারি পালিয়ে যায়। গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে আটকৃত সুদর্শন গোয়ালা জানায়, পলাতক ব্যক্তি মিলে দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত রয়েছে। এ ঘটনায় আটককৃত সুদর্শন গোয়ালা ও পলাতক মিনা গোয়ালার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর শনিবার সকালে গ্রেপ্তারকৃত সুদর্শন গোয়ালাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন