বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

দ্বিতীয়বারের মতো প্রেস ফটো কন্টেস্ট বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন কুদ্দুস আলম

দ্বিতীয়বারের মতো প্রেস ফটো কন্টেস্ট বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন কুদ্দুস আলম

 

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘বাংলাদেশ প্রেস ফটো কন্টেস্ট’-এ বর্ষসেরা আলোকচিত্রের পুরস্কার পেয়েছেন গাইবান্ধার ফটোসাংবাদিক কুদ্দুস আলম। ২০২২ সালে বাংলাদেশের ফটোসাংবাদিকদের তোলা ছবিগুলো থেকে সেরা ছবিগুলো নির্বাচনের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়েছে। দৃক আয়োজিত পেশাদার আলোকচিত্রীদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করেন।

গত বুধবার (৫ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দৃক পিকচার লাইব্রেরিরাজশাহীর গোদাগাড়ীতে বোরো ধানের জমিতে সেচ দিতে না পেরে আত্মহনন করা আদিবাসী কৃষক অভিনাথ মার্ডি ও রবি মার্ডির হত্যার প্রতিবাদ এবং আদিবাসী সাঁওতালদের উচ্ছেদ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ-বাগদা ফার্মে ইপিজেড নির্মাণ বন্ধের দাবিতে ২০২২ সালের ২ এপ্রিল গোবিন্দগঞ্জে আদিবাসী সাঁওতালরা বিক্ষোভ ও গণ অনশন কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিবাদী সাঁওতালদের ক্যামেরাবন্দী করেন ফটোসাংবাদিক কুদ্দুস আলম। তার ছবিতে দেখা যায়, তীর-ধনুক হাতে একদল সাঁওতাল পুরুষ দাবি আদায়ে অনশন করছেন।

কুদ্দুস আলম ফটো এজেন্সি ফোকাস বাংলার ফটোসাংবাদিক। জানতে চাইলে তিনি বলেন, আমার কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হবে। যা আমার কাজের গতি আরও বৃদ্ধি করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, ভুয়া খবরের এই যুগেও গণমাধ্যমে মুদ্রিত আলোকচিত্র খবরের সবচেয়ে বিশ্বস্ত উৎস হিসেবে বেঁচে আছে। একই সঙ্গে প্রেস আলোকচিত্রীর পেশা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি আলোকচিত্রীরা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন। কিন্তু তাদের যৌথ প্রতিভার আনুষ্ঠানিক স্বীকৃতি কিংবা জাতির প্রতি তাদের অবদানের বিশেষ কোনো মূল্যায়ন আজ পর্যন্ত হয়নি। সেই সকল সাহসী নারী ও পুরুষ, যারা সম্মুখসারির যোদ্ধা হয়ে প্রতিদিন সংবাদ সংগ্রহ করে চলেছেন, তাদের কীর্তিগাথাকে উদ্‌যাপন করার লক্ষ্যে বাংলাদেশে প্রথম ২০২১ সালের আলোকচিত্র ক্ষেত্রে এই প্রতিযোগিতা আয়োজন করে দৃক। এরই ধারাবাহিকতায় এ বছর জানুয়ারি মাসে আলোকচিত্র সাংবাদিকতা এবং তথ্যমূলক আলোকচিত্রের ক্ষেত্রে ২০২২ সালের ছবি আহ্বান করা হয়। পরবর্তীতে দেশের শীর্ষস্থানীয় পেশাদার আলোকচিত্রী ও ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী দেড় হাজারের বেশি আলোকচিত্রের মধ্য থেকে ৭ জন আলোকচিত্রকে শ্রেষ্ঠ বিজয়ী হিসেবে নির্বাচন করেন।

বিশেষ সম্মাননায় ভূষিত হওয়ায় কুদ্দুস আলম পাবেন প্রাইজমানি, সম্মাননা স্মারক ও সনদ। এ ছাড়াও প্রতিযোগিতায় এ বছরের বর্ষসেরা আলোকচিত্র ২০২২ বিজয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাকের স্টাফ ফটোগ্রাফার আব্দুল গনি। শিল্প, সংস্কৃতি এবং ক্রীড়া বিভাগে বিজয়ী ডেইলি গ্লোবাল নেশন এর শামছুল হক সুজা এবং বিশেষ সম্মাননা পুরস্কার বিজয়ী আবু সুফিয়ান জুয়েল-ইউএনবি। রাজনীতি বিভাগে বিজয়ী মামুন হোসেন-দৈনিক কাজির বাজার এবং বিশেষ সম্মাননা পুরস্কার বিজয়ী কুদ্দুস আলম-ফোকাস বাংলা। জনমুখী সাংবাদিকতা বিভাগে বিজয়ী সরদার মোহাম্মদ রাফিউল ইসলাম-বিপিএস এবং বিশেষ সম্মাননা পুরস্কার বিজয়ী রাফায়েত হক খান।

এবারে প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আলোকচিত্রী, সম্পাদক ও শিক্ষক আবির আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, সিনেমাটোগ্রাফার রাশেদ জামান, ভারতীয় সম্পাদক, কিউরেটর ও লেখক তানভি মিশরা এবং আলোকচিত্রী, অ্যাকটিভিস্ট ও কিউরেটর শহিদুল আলম।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন