রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

গোয়াইনঘাটে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

গোয়াইনঘাটে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

 

 গোয়াইনঘাট থেকে :–সিলেটের গোয়াইনঘাটে ৪০ টি মন্দিরে শারদীয় দূর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সার্বজনিন পূজা উদযাপন ও পূজামণ্ডপ সমুহের সার্বিক নিরাপত্তা ব্যবস্হা জোরদারের প্রশাসন,পুলিশ,আনসারের পাশাপাশি  বাংলাদেশ সেনাবাহিনী পেট্রোল টিম মাঠে নিয়োজিত থাকবে। আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুর ২টায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অফিসার এমদাদুল হক,সহকারী কমিশনার ভূমি মোঃ সাইদুল ইসলাম,গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত সুজন মিয়া,গোয়াইনঘাট প্রেসক্লাব আহবায়ক মিনহাজ উদ্দিন,গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,উপজেলা জামায়াতে ইসলামীর নায়বে আমির ডাঃ আবদুর নূর,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মমিনুল হক,ইসলামি ছাত্র শিবিরের সভাপতি তারেক আহমদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিকলেস দাস,সাধারণ সম্পাদক নিত্যান্দ দাস, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, সমাজসেবা কর্মকর্তা আবু কাউসার। পূজা উদযাপন পরিষদনেতা দেবব্রত ভট্টাচার্য, গোপাল চন্দ্র দে চন্দন প্রমূখ। উক্ত প্রস্তুতিমুলক সভায় উপজেলার ৪০টি মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকসহ সমাজ সচেতন সনাতন ধর্মালম্বি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন