বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মাহমুদউল্লাহর জায়গা না পাওয়াকে ‘অবিচার’ বলছেন মুশফিকের স্ত্রী

মাহমুদউল্লাহর জায়গা না পাওয়াকে ‘অবিচার’ বলছেন মুশফিকের স্ত্রী

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর। সে উপলক্ষ্যে আজ শনিবার (১২ আগস্ট) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের ঘোষিত দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের।

টাইগার একাদশের সাত নম্বর পজিশনের জন্য দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন মাহমুদউল্লাহ, সৌম্য, আফিফ ও মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের মধ্যে থেকে সুযোগ পেয়েছেন কেবল আফিফ। যদিও দলে আসার লড়াইয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা মাহমুদউল্লাহ নতুন করে অনুশীলন ও ফিটনেস পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফিটনেস পরীক্ষায় ভালো নম্বরও পেয়েছিলেন মাহমুদউল্লাহ। তাই এশিয়া কাপ দিয়ে আবারও মাঠে ফিরবেন তিনি এমনটা অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে টিম ম্যানেজমেন্ট লম্বা সময়ের জন্য পরিকল্পনা করেছে। তাই ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারের দলে ফেরার স্বপ্ন পরিণত হয়েছে মরীচিকায়। অবশ্য মাহমুদউল্লাহর স্ত্রীর ছোট বোন জান্নাতুল মন্ডি আজ ফেসবুকে এক স্ট্যাটাসে ইঙ্গিত দিয়েছেন, এই অলরাউন্ডারকে স্কোয়াডে না রাখাটা অন্যায় হয়েছে। তিনি ফেসবুকে লিখেছেন, ‘অবিচার করা এখন একটা নতুন ট্রেন্ড।’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন